• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শরীয়তপুরে শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী হৃদয় খান নিবির এর হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০২৩

মোঃ আবুল হোসেন সরদার, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী হৃদয় খান নিবির এর হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শরীয়তপুর শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের সামনে বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষক ,অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন কর্মসূচীতে শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ পাল , নিহত শিশু নিবির এর মা নিপা আকতার, দাদা মমিন খান, অলি উল্লাহ খান, আজগর খান, জলিল খান, খলিল খান সহ শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক মন্ডলী, ও ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতাধিক অভিভাবকগন অংশ নেয়। এ সময় মানববন্ধনকারীরা শিশু নিবিরকে হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের ফাসি দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়। মানববন্ধন শেষে তারা পুলিশ সুপার শরীয়তপুরের নিকট একটি স্বরকলিপি প্রদান করেন।
উল্লেখ থাকে যে, গত ৩১ জুলাই সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টায় সদর উপজেলার খিলগাও গ্রামের মালয়েশিয়া প্রবাসি মনির হোসেন খানের ছেলে শরীয়তপুর শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণীতে পড়–য়া ছাত্র হৃদয় খান নিবির (১১ কে নিজ বাড়ির পাশে রাস্তা থেকে অপহরন করে নিয়ে গলাটিপে ও মাথায় আঘাত করে হত্যা করে মাটি চাপা দেয়। এরপর শিশু নিবিরের মাকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পুলিশ এ ঘটনায় মূল হত্যাকারী ঐ বাড়ির ভাড়াটিয়া সিয়াম সহ ৪ জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads